বিবেক কেন কয় না কথা দেখলে অনাচার,
মিথ্যাচার আর ডগ বাজিতে দুনিয়া সয়লাব;
হৃদয় কাঁদে না আজ শুনে আর্তের হাহাকার,
বিবেক কেন কয় না কথা দেখলে অনাচার।
মানবতা হারিয়ে গেছে শুনে দম্ভের হুংকার,
স্বার্থের টানে প্রেম ভাবনায় ভেঙ্গেছে খোয়াব ;
বিবেক কেন কয় না কথা দেখলে অনাচার,
মিথ্যাচার আর ডগ বাজিতে দুনিয়া সয়লাব।