আমি দেখেছি তোমায় আমার বাবার বিশ্বাসে,
দেখেছি তোমায় আমার মায়ের সরলতায়,
তুমি ছিলে ভাইয়ের স্নেহে বোনের আদরে,
তোমাকে দেখেছি বন্ধুদের আড্ডায়!
তোমাকে পেয়েছি আত্মীয় স্বজনের স্নেহ মায়ায়,
তুমি ছিলে প্রতিবেশীর সহমর্মিতায়,
আমি দেখেছি তোমায় প্রিয়তমা নারীর দু’চোখে।
তুমি আমার প্রেম, স্বতস্ফূর্ত ভালবাসা।
সময় বয়ে চলে নিরবিচ্ছিন্ন স্রোতধারায়,
সময়ের হাত ধরে জীবনের গতি যায় পাল্টে,
নানামুখী ব‍্যর্থতায় জীবনে আসে হতাশার গ্লানি ;
চেনা মুখ সব হয়ে যায় অচেনা!
সম্পর্কের টানাপড়নে অনেকেই দূরে চলে যায়,
আপন হয়ে যায় পর, বন্ধু হয় শত্রু!
আত্মীয় স্বজন প্রতিবেশী করে অবহেলা,
ভালবাসা, তুমি এখন কোথায়?
তোমাকে তো এখন আর দেখতে পাই না
আমার চারপাশে, তুমি নেই তুমি যেন
আলেয়ার আলো, ধু ধু মরীচিকা!
সময়ের স্রোতে তুমি ও কি রঙ বদলাও!