মন্দ কিছু ভাবতে চাই না
ভাল কিছু দেখতে চাই,
লড়াই করে জয় এনেছো
বৈষম‍্য আর যেন না পাই।
চাকরী ব‍্যবসা টেন্ডারবাজী
থমকে গেছে অকস্মাৎ,
এমন যেন হয়না আবার
দলবাজীতে বাজীমাৎ।
রাস্তাঘাটের বেহাল দশা
উন্নয়নের জোয়ারে,
শুনছি আবার মহিষ গরু
বাঁধা পড়ছে খোয়ারে!
এমন যেন হয় না আবার
পুলিশ করবে বাণিজ্য,
যে যার মত ফিরবে ঘরে
বলা হবে কি ন‍্যয‍্য?
দু চার কথা বলতে এলেই
মেরে করবে ঠাণ্ডা,
ভাতের হোটেল খুলবে হারুন
খাইয়ে দেবা আণ্ডা।
সময় থাকতে হালটি ধরো
রক্ত ঋণ শোধাতে,
দুর্নীতিকে বিদায় করো
সাম‍্য আনতে বাংলা তে।