পাগল পাগল ভাবনা

পাবনা থেকে ভাবনা এসে দিচ্ছে আমায় ঝাঁকুনি,
কানটা হলো ঝালাপালা খেয়ে মধুর বকুনি ;
হয়নি রান্না গরম হই,
রান্না হবে বাজার কই?
বাজারে আজ যাওয়া নিষেধ, আসছে সেথা শকুনি।


পরিত‍্যক্ত ঠিকানা

এক কালে ঘর ছিল এখন শুধুই খুঁটি,
থাকতো যারা ঐ ঘরে এখন তাদের ছুটি ;
দরজা জানালা কিছু নাই,
মাথার উপর চাল ও নাই ;
নেংটি ইঁদুর কুকুর ছানা খাচ্ছে লুটোপুটি!