বেকার হলাম বলে ভাবছে সবাই
সংসারে এখন আমি এক আবর্জনা,
নিজ গৃহে নির্বাসিত হারালাম ঠাঁই
নিত্য সঙ্গী অবহেলা বিদ্রূপ করুণা।
মাঝে মাঝে মনে হয় বৃথা পথ চলা
বৃথা মোর ভালোবাসা জীবনের তরে,
মিথ্যে সব অঙ্গীকার মুখে শুধু বলা
বিরহ ব্যথায় তাই অশ্রু শুধু ঝরে।
তবু মনে আসে প্রেম রাঙাতে জীবন,
ইচ্ছে হয় ভালবাসি ব্যাকুল হৃদয়ে ;
কত আশায় জ্বেলেছি প্রেমের দীপন,
তবু এলো না তো কেউ চির সাথী হয়ে!
বেকার জীবন নিয়ে খেলি কত খেলা,
অবহেলা পেয়ে জানি থেমে যাবে ভেলা।