ভালবাসার মানুষ কোথায়
সবাই খোঁজে স্বার্থ,
বেকার ছেলে প্রেমে পড়লে
বলবে অপদার্থ!

কথা তো আর মিথ‍্যে নয়
অর্থ ছাড়া কি প্রেম হয়?

প্রেমের মজা অভিসারে
বিনে পয়সায় হয় না,
বেকার হলে কেমন করে
পুষবে সাধের ময়না?

ভালবাসার দিবস এলেই
খুশী প্রিয়া গোলাপ পেলেই!

বেকার ছেলে গোলাপ তুমি
কোথায় খুঁজে পাবে?
কিনতে গেলে দাম শুনে তার
মাথা ঘুরে যাবে!




❤❤ সবাই কে ভালবাসা দিবসের শুভেচ্ছা!❤❤