অস্ত্র ভয়ে টাকার কাছে
গণতন্ত্র বন্দী,
মরণ ভয়ে ভাল মানুষ
করে নেয় সন্ধি!
ভোটার বিহীন নির্বাচনে
বলার কিছু নাই,
ক্ষমতাই আজ ভোটে জেতার
চাবিকাঠি তাই!
ভাল মন্দের হিসাব কষে
হয় না কভু ভোট,
গণতন্ত্রে মন্দ লোকেই
বাঁধে স্বার্থের জোট!
দেখে শুনে চুপসে থাকি
বলার উপায় নাই,
বলতে গেলে সত‍্য কথা
মামলা হবে ভাই!
     ***




কবিতাটি আসরের স্বনামধন‍্য ছড়াকার শ ম শহীদ এর ‘গণতন্ত্রের ফাঁকি’ ছড়া কবিতা পড়ে অনুপ্রাণিত হয়ে রচনা করেছি তাই কবিতাটি প্রিয় কবি শ ম শহীদ এর প্রতি উৎসর্গ করলাম।