চাইলে তুমি ভাবতে পারো
আমায় বেহায়া
চোখের তারায় তবু দেখি
তোমারই ছায়া।
কাছে পেতে চাইছি তোমায়
সে কি অপরাধ?
ভালোবাসি তাই বুঝি মনে
এত আহ্লাদ!
চাইলে তুমি বলতে পারো
এ কেমন জ্বালা,
আমি বলবো হৃদয়ে তুমি
দিওনাগো তালা।
প্রেমের আগুন জ্বেলে তুমি
দিয়েছিলে কথা,
দূরে থেকে কেন তবে আজ
দিলে এত ব্যথা!
আমি তোমায় বলবো তবু
খুব ভালোবাসি,
সব ভুল ভেঙ্গে দাও সখি
থেকে পাশাপাশি।
আমার সকল ভাল লাগা
করি নিবেদন,
চাইলে তুমি জুড়তে পারো
ভাঙ্গা দুটি মন