শিশির ভেজা সবুজ ঘাসে পা মাড়িয়ে,
আসলে তুমি আমার ঘরে ঘুম ভাঙ্গিয়ে ;
প্রজাপতির রঙিন পাখার ছন্দ দেখে,
আসে সকাল রবির কিরণ গায়ে মেখে।
রাতের আঁধার ঠেলে এলো নতুন সকাল,
আলো ছড়ায় ছিন্ন করে কুয়াশার জাল ;
আসে সবার মন রাঙাতে স্নিগ্ধ হাওয়া,
ছোট্ট পাখির কিচিরমিচির শুনতে পাওয়া।
শিমুল পলাশ কৃষ্ণচূড়ায় রাঙা প্রভাত,
কোকিলের ডাক প্রাণে আনে বসন্ত মৌতাত।