বসন্তের এই দিনে ফুল ফুটিবেই,
লাল রঙে রাঙা হবে শিমুল পলাশ,
কৃষ্ণচূড়া হাসিবেই করতে উদাস ;
আবেগী কোকিল কু হু গান গাহিবেই।
প্রেমিক হৃদয়ে আজ প্রেম জাগিবেই,
রইবে কাছে থাকার সুপ্ত অভিলাষ,
কুসুমিত পুষ্পরথ ছড়ায় সুবাস ;
মলয় বাতাসে প্রিয়া চোখ খুলিবেই।

বসন্তে দেখিতে পাই আমের মুকুল,
পাখিদের কলতানে মুখরিত বন ,
সেজেছে বসুধা আজ রূপেতে অশেষ ;
ভাল লাগা মনে জাগে নেই তাতে ভুল,
রঙে রঙে রাঙা আজ মানবের মন,
বসন্ত জাগায় প্রাণে প্রণয়ের রেশ।