বড় ভয় হয় রক্তে কেনা যে আলোর ঠিকানা,
আমাদেরই ভুলে তা কি হয়ে যাবে অচেনা?
রক্ত দিয়েছে আবু সাঈদ মুগ্ধ আরও অনেকে,
ছাত্র শ্রমিক দিনমজুর রিকশাওয়ালা ;
চব্বিশের সেই জুলাই ছিল অগ্নিগর্ভ সময়,
আজও তার রেশ কাটেনি, তবু কেন ভয় হয়,
হয়তো আবার পথ হারবে আমাদের এই দেশ!
বিরামহীন স্বার্থ চিন্তা, ক্ষমতার লোভ
সব অর্জনকে ম্লান করে দেয়।
তবে কি আবার আসবে ফিরে ফ্যাসিবাদী দাবানল?
বৈষম্যহীন সমাজ গড়ার অঙ্গীকার কি তবে
কল্পলোকেই হারিয়ে যাবে?
স্বাধীনতার চুয়ান্ন বছরে বার বার আমরা
পেয়েছি আলোর ঠিকানা, প্রতিবারই নিজেদের ভুলে
তা হারিয়ে ফেলেছি ;
বড় ভয় হয়, সারা পথ যে কণ্টকে ভরা
আলোর ঠিকানা যেন মরীচিকা
দেখা দেয় ধরা দেয় না!