বাংলা ভাষার সকল কবি
মাথায় রাখে রবীন্দ্র নজরুল,
মনে তাদের জীবনানন্দের ছবি
সুকান্ত দেয় ছাড়পত্রের হুল!
কারও মনে গাঁথা থাকে
পল্লীকবি জসীমউদ্দীন,
অনেকের প্রিয় কবি ফররুখ,
কাব্য ভাবনায় কেটে যায় দিন।
গদ্যে পদ্যে সচল শব্দে
শ্রুতিমধুর বাক্য চয়নে,
অন্ত্যমিলে বিনা ছন্দে
অণু কাব্যের স্বল্প কথনে!
আঁকছে কবি কত রকম
জীবন বোধের ছবি,
সকল আঁধার কেটে যাবে
উঠবে যখন রবি।
কবির আবার জাত কি বলো
কি বা তাহার ধর্ম,
প্রেম ছাড়া সে কি ই বা বুঝে
প্রেমই তাহার বর্ম।
কবির মনের গোপন কথা
কেউ কি পারে জানতে?
তারাই পারে সবার মনে
ভালোবাসা আনতে।