আমার সকল দুঃখের দিনে রইল যারা পাশে,
বন্ধু হয়ে বাঁচায় আমায় সকল সর্বনাশে;
তাদের আমি কেমন করে দেব দূরে ঠেলে,
ধন্য হবো বাকি জীবন তাদের কাছে পেলে।
অবিশ্বাসের কণা ও যদি থাকে মনের মাঝে ,
কেমন করে বন্ধু সে হয়, বর্ণচোরা সাজে ;
সুসময়ে বন্ধু হয়ে যারা ই কাছে আসে,
ছলনা তে দেখায় তারা গভীর ভালবাসে।
সুচ হয়ে ঢুকে তারা ফাল হয়ে বেড় হয়,
বন্ধু হয়ে স্বার্থ খোঁজে মনে জাগায় ভয় ;
মনের কথা বুঝতে পারে এমন বন্ধু চাই,
তেমন বন্ধু সারাজীবন পাশে যেন পাই।