হয়তো ছলনা হয়তো নয়, তোকে নিয়ে ভাবনা তাই,
আমার আনন্দে পাইনা তোকে, দুঃখের দিনে যেন পাই ;
মুখে বলিস ভালবসি কাছে আসিস না,
বন্ধু হয়েই থকবি তুই কেন মানিস না ;
অনেক সয়েছি বিরহ ব্যথা, আর সহিতে ধৈর্য নাই।
ভালবাসা দিতে এসে তুই করে গেলি ছলনা,
এলোমেলো ভাবনা যে তাই কাছে থাকা হলোনা,
আঘাত আমায় যতই করিস,
ভুল বুঝে দূরে যতই থাকিস ;
তোর মত বন্ধু খুঁজে আমি আর তো পেলামনা।