বিশ্বাস করো আমি বলতে চেয়েছিলাম,
তোমার চোখে চোখ রেখে
হাতে হাত রেখে
বলতে চেয়েছিলাম, ‘ভালবাসি তোমায় ‘
কিন্তু বলা হয়নি, সে দিন বলতে পারিনি ;
আজ ও বলা হলো না!
অনেকটা সময় তোমাকে কাছে পেয়েছি,
শৈশবে খেলার ছলে,
কৈশোরের দুরন্তপনায়,
যৌবনে স্পর্শের বাহানায়
আমি বলতে চেয়েছি, ‘ভালবাসি তোমায় ‘
কিন্তু বলা হয়নি স্পষ্ট করে,
মুখের কথায় কিংবা চিঠির পাতায়।
আমি অসহায় নিজের মনের কাছে,
তোমার চাহিদার কাছে আমার সামর্থ ছিল
বড়ই অপ্রতুল, বড় কষ্ট পেয়েছি সেদিন -
যেদিন তুমি আমার গোলাপ ছুড়ে ফেলে,
আমারই বন্ধুর দেয়া সোনার আংটি
তোমার অনামিকায় পড়ে নিলে!
বুকের ভিতর চিন চিন করে ব‍্যথা ওঠে,
‘ ভালবাসি তোমায়‘ এ কথাটি
বলা হলো না আর!