এ কথা বলিতে নাই কোন দ্বিধা আজ,
মানুষে মানুষে আজ কত ভেদাভেদ,
ছোট বড় সাদা কালো কত মতভেদ! ;
ব‍্যক্তি স্বার্থে মানুষেরা ভুলে গেছে লাজ!

যাদের হাতে ক্ষমতা তারা জনার্দন,
অর্থ বিত্ত সব তারা করায়ত্ত করে,
ছলে বলে কুট চালে বাঁকা পথ ধরে ;
দুর্বলেরে করে তারা কত নির্যাতন।

ভোগ বিলাসে জীবন হয় বেহিসাবী,
মিথ্যে মোহে অবশেষে  হারায় সবই।

কারও আছে সম্পদ পাহাড় সমান,
কেউ থাকে অনাহারে কেমন বিধান!
সৎ পথে চলে যারা পায় না সম্মান,
অভাবে স্বভাব নষ্ট যায় বুঝি প্রাণ।