বাংলা মায়ের দামাল ছেলে
আয়রে তোরা আয়,
অন্ধকারের বন্ধ দুয়ার
খুলতে তোরা আয়!
চারিদিকে চলছে কত
জুলুম অত্যাচার,
সত্য আজকে পরাহত
চলছে মিথ্যাচার!
উন্নয়নের জোয়ারে যখন
ভাসছে আমার দেশ,
লুটেরাদের পোয়াবারো
আছে তারা বেশ!
ইচ্ছেমত চলছে ব্যবসা
গড়ে সিন্ডিকেট,
লক্ষ কোটি কামায় তবু
ভরে না তার পেট!
গরীব আরো গরীব হচ্ছে
পায় না তারা কাজ,
অফিস পাড়ায় ঘুষ খোরেদের
চলছে একক রাজ!
মোসাহেব আর চামচা দিয়ে
ভরা এ সমাজ,
আজ মানুষের কর্ম দেখে
বিধাতা পায় লাজ!
ওরে তরুণ ওরে নবীন
এবার জেগে ওঠ,
বাংলা মায়ের মান বাঁচাতে
সত্য পথে ছোট।
শক্ত হাতে সব পাপীদের
টুটি চেপে ধর,
জেল জুলুমের বিরুদ্ধে আজ
জয়ধ্বনি কর।