সভ্য সমাজে এখন অসভ্যের রাজ,
মিথ্যার বেসাতি চলে সারা বিশ্বময় ;
ব্যক্তিস্বার্থে জীবনটা হলো দ্বন্দ্বময়!
অনাচার অবিচারে দুরাচারী কাজ।
মেগা প্রজেক্টে দুর্নীতি চলে লুটতরাজ,
ঋণের বোঝা বাড়ছে উন্নয়নের নামে,
ব্যাংক গুলো সব ফাঁকা লুটিছে বেনামে ;
ভুমিদস্যু সিন্ডিকেট দুর্বৃত্ত স্বরাজ!
ক্ষমতার শির্ষে থেকে করে আস্ফালন,
দেশজুড়ে গুম খুন সাথে হাজতবাস,
প্রতিবাদী উচ্চারণে বাড়ে দীর্ঘশ্বাস ;
আয়নাঘরে অত্যাচার যাচ্ছে কত প্রাণ!
বিরোধী দমনে উঠে অস্ত্রের ঝংকার,
আয়নাঘরে শুনা যায় বিভৎস হুংকার।