বৈশাখের ঐ মান ভেঙ্গেছে
বইছে ঝড়ো হাওয়া,
আকাশ জুড়ে মেঘের খেলা
বৃষ্টি ফিরে পাওয়া।

রৌদ্র তাপের তীব্র দহন
লাগছে না আর গায়ে,
বৃষ্টি ভেজা শীতল হাওয়া
বইছে ডানে বায়ে।

কর্ কর্ গর্ গর্ বজ্রধ্বনি
বাজছে অবিরত,
দমকা হাওয়ায় উড়িয়ে নিল
ক্লান্তি আমার যত।

বৈশাখী ঝড় পাগলা হলে
ভাঙ্গে বসত ঘর,
গরীব দুঃখীর কষ্ট বাড়ে
নেয় না কেউ খবর।

ঝড়ের শেষে আম বাগানে
আম কুড়া তে আনন্দ,
কাঁচা আমের ভর্তা খেতে
সবাই করে পছন্দ।



****

এই কবিতার প্রথম চার লাইন আসরের প্রিয় কবি দীপ্তি রায় এর কালের ফের কবিতায় মন্তব‍্য করার সময় রচনা করেছিলাম তাই কবিতাটি দীপ্তি রায় দিদি কে উৎসর্গ করলাম।