আত্মশ্লাঘা ঋদ্ধ হিয়া কাঁপে থরো থরো,
অন্তর্দহনে জ্বলছে নিয়ে অভিরোষ,
বিক্ষুব্ধ শ্বাপদ যেন করে ফোস্ ফোস্ ;
বিষাক্ত ছোবলে প্রাণ তার মরো মরো।
যন্ত্রণা তে কুকরে সে থাকে জড়সড়ো,
রিক্ত সিক্ত বেদনাতে ভরা দেহকোষ,
নিদাগ কালের খরা সারা গায়ে ঠোস্ ;
তীব্র দহনে জীবন হয় ঝরো ঝরো।
প্রয়োপবেশন করে নিঃসঙ্গ একা কি,
প্রেম ভাবনায় তার আশাহত মন,
সত্য সুন্দর যেথায় দূর পরাহত ;
আপন ভুবনে হবে সে এক জোনাকি,
রাত ফুরোলেই যার শেষ প্রয়োজন,
আত্মবিশ্লেষণে হয় সে ক্ষতবিক্ষত।
পেত্রার্কীয় রীতির সনেট
( প্রয়োপবেশন অর্থ মৃত্যুর অপেক্ষায় থাকা )