মানব প্রাণের রহস্যময় গুহা থেকে
যে প্রতীতি জেগে ওঠে ভালবাসার,
অবলোকন করি নির্ঝর স্থুলতাকে
যেখানে দ্বার খোলে কাম বাসনার!
অবক্ষয়ের জলে ভিজে কামার্ত প্রাণ
যৌন তাড়ায় বিবেক হারায় পরকিয়ায়,
ব্যর্থ হয়ে করে কত যে অভিমান
প্রেম বাসনার একই সুর মৌনতায়।
ভালবাসার আত্মরতি হয় দুর্নিবার,
অবহেলায় বার্তা পাঠায় পথ হারাবার।