ও বুবু তুই কাদিস কেন একলা বসে নিরালায়,
আমার কথা ভেবে কি তোর এত বেশী কান্না পায়?
তোর কান্নাতে মায়ের চোখে অশ্রুধারা বয়ে যায়,
ভাবিস না মা তোর ছেলে আজ জান্নাতেরই সুবাস পায়।
ন্যায্য দাবী আদায় করতে নেমেছিলাম রাজপথে,
মারলো গুলি ঘাতকেরা নিতে হলো বুক পেতে ;
তোমার ছেলের রক্তে মাগো ভিজলো দেশের পতাকা,
কেদো না মা আরও বন্ধু সাথী আমার নই একা।
তুমি শুধু দোয়া করো আর যেন কেউ না মরে,
মায়ের বুক যেন আর হয়না খালি এমন করে।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ছাত্র আন্দোলনে নিহত ছাত্রদের উদ্দশ্যে আমার এ কবিতাটি উৎসর্গ করলাম।