খ্যাতির শীর্ষে থাকার বাসনা তোমার ,
পাখি হয়ে উড়িবার শখ ঐ আকাশে!
দুর্বল চিত্ত তোমার ক্ষমতা প্রকাশে ;
ব্যর্থতার এই জ্বালা বড় বেদনার ।
দুঃখ তব নিত্য সঙ্গী জনম সংসার ,
নিন্দ তুমি বিধাতা রে ভ্রান্তির বিশ্বাসে
দুর্বল কেন সৃজিলা কহিলা আভাসে ;
তোমার প্রসাদ ভুঞ্জে জাগে হাহাকার ।
বহুদেশ তুমি একা করিলা ভ্রমণ
বহু জনে করো তুমি প্রেম নিবেদন,
হারাইয়া বোধ জ্ঞান ছল নে বলনে
তাহারা ছাড়িয়া যায় মলিন বদনে!
তাই কি তুমি নিন্দিলা জগত স্বামীরে?
নিরিবিলা কাঁদো তাই থাকিয়া তিমিরে!