মৃত্যু আতঙ্ক আজ মানুষকে
প্রতিবাদী হতে দেয় না,
নশ্বর পৃথিবী জেনেও
ছেড়ে যেতে কেউ চায় না।
অর্থ বিত্ত আর পেশী শক্তির কাছে
প্রান্তিক মানুষেরা পরাহত,
ঐক্যের হাত আজ দুর্বল,
অস্ত্রের ঝংকারে ঝরছে রক্ত!
অসময়ে আসুক মৃত্যু কেউ তা চায় না,
অন্যায় দেখে তাই চুপ থাকতে হয়,
বিচারের নামে প্রহসন দেখেও
নীরব থাকতে হয় ;
অনিয়ম অনাচার আজ রীতিসিদ্ধ,
নিয়মের গন্ডিতে মিটছে না মৌলিক চাহিদা ;
মানবিক মূল্যবোধ হচ্ছে প্রশ্ন বিদ্ধ,
মানবতা নেই, সকলেই চায় সুযোগ সুবিধা।
আজ তাই কেউ আর শ্লোগান দেয় না
লড়াই লড়াই লড়াই চাই,
লড়াই করে বাঁচতে চাই।
নীরবে গুমরে কাঁদে প্রতিবাদী ভাবনা।