অতীত থেকে শিক্ষা নেয়ার আছে অনেক কিছু,
কলঙ্কিত অতীত হলে ছাড়বে না তা পিছু!
বিচারের রায় যাবে ঘুরে মিথ‍্যে সাক্ষী দিলে,
মন্দ কেউ বলবে না রে ন‍্যায়ের পক্ষ নিলে।

তবু মানুষ লোভের বশে মিথ‍্যা সাক্ষী দেয়,
অল্প কিছু টাকার জন‍্য দোষীর পক্ষ নেয়!
মানব মনের ভাবনা বুঝার সাধ‍্য আছে কার?
জেনে বুঝে পক্ষ নেয় সে বিবেক আছে যার।

অতীত যাদের সুখের হয়না ব‍্যর্থ কর্ম জ্ঞানে
মিথ‍্যা সাক্ষী তারাই দেয় ভয় নেই যার প্রাণে
সত‍্য ন‍্যায়ের সঙ্গে থেকো মানুষ যদি হও,
অসৎ রাস্তা ছেড়ে দেখাও তুমি পশু নও।