শিয়া সুন্নীর বিভেদ ভুলে
এসো করি সত্যের সন্ধান,
কোরানের পথ ধরে মোরা
হবো সাচ্চা এক মুসলমান।
চার মাজহাবের যেটাই মানো
রাসুলের পথ ছেড়ে দিও না,
সিহাহ সিত্তার হাদিস মানো
কোরানের পথ ছেড়ে যেও না।
কওমি আলিয়া যেথা ই পড়ো
ইসলামী জ্ঞান করো অর্জন,
পশ্চিমাদের ইতিহাস নয়
সত্য তথ্যে চাই জ্ঞানার্জন।
বিধর্মীদের কুট কৌশলে
নাস্তিক কাফির এক জোট বাঁধে,
করে কত ষড়যন্ত্র
দ্বন্দ্বের জোয়াল পড়ায় কাঁধে।
ভাইয়ে ভাইয়ে করি সংঘাত
ভুলে যাই মোরা মুসলিম,
ইসলাম মোদের জীবন বিধান
সাম্য মৈত্রী শান্তি অসীম।