অতটুকু বোঝা কাঁধে নাও
যতটুকু সাধ্যে কুলায়,
এর বেশী ভার বইতে গেলে
লুটিয়ে তুমি পড়বে ধূলায়।
প্রভু যিনি করেন সৃজন
তার তরে হও আস্থাশীল,
দেখবে তোমার অনেক কাজই
হয়ে যাবে সহনশীল।
আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখ
হয়েও তুমি মেধাহীন,
চলার পথে হোঁচট খাবে
বলবে লোকে অর্বাচীন।
সময় থাকতে নিজ সামর্থ্যে
গড়ো তোমার জীবনটা,
মানবতার আলোর ছটায়
ভরিয়ে দাও ভুবন টা।
*****
আসরের অন্যতম প্রিয় কবি মাহফুজা আক্তার এম এ কে এর ০১-০৪-২০২৪ তারিখের অণু কবিতা পাঠ করে প্রবুদ্ধ হয়ে এই ছড়া কবিতাটি রচনা করি তাই প্রিয় কবিকে কবিতাটি উৎসর্গ করলাম।