আমার সকল অক্ষমতা কে রেখেছো বেঁধে
তোমার আঁচল দিয়ে,
এ যে আমার কত বড় পাওয়া কত বিস্ময়!
চাই না হারাতে তা, না হয় দিতাম তোমায় ফিরিয়ে।
আমার সকল অর্জন তুমি করেছো
তোমার হৃদয়ের পুঁজি,
ভাবতে পারিনি এতটা ভালবাসার যোগ্য আমি
এভাবে আমায় নেবে খুঁজি!
আমার আকাশ থাকে কালো মেঘে ঢাকা,
ঝড় তুলে তুমি তারে করেছো ফাঁকা!
আমার সকল পথচলা ভ্রান্তির আবর্তে ঘুরপাক খায়,
হাত ধরলে বলে এ হৃদয় পথ খুঁজে পায়।
পলিমাটি খোঁজে মন করতে প্রেমের চাষ,
মেঘের মত ভেসে বেড়ায় অনেক অবিশ্বাস!
স্বপ্নগুলো বৃন্ত চ্যুত বিক্ষিপ্ত ভাবনায়,
সারাক্ষণ বসে থাকি বিরহ ব্যথায়।
তুমি মোরে হাত ধরে এ কোথায় নিয়ে এলে!
আমার সকল ব্যর্থতাকে নিজের করে নিলে,
আমি কি এতটা পাওয়ার যোগ্য?
নিজেকে ভাবিনি কখনও অমন সুযোগ্য।
ব্যর্থতাই একমাত্র সফলতা যার,
আড়াল করে তারে রাখবে কত আর?