হতাশায় জীবন ছন্নছাড়া
ভাবের কূলে তড়পায়,
ব‍্যর্থতাকে ঢাকতে তারা আবার
কুড়াল মারে নিজ পা’য়!

জীবন গড়তে সব মানুষই
সফল হতে চায়,
অর্থ বিত্ত জ্ঞান গরিমা
সবাই কি আর পায়?

ব‍্যর্থ যে জন কাজে কর্মে
সেই ডুবেছে হতাশায়,
সত‍্য পথের পথিক হলে
জীবন ভরে তিক্ততায়!

চারিদিকে চলছে এখন
দানবীয় দুর্নীতি,
মিথ‍্যে দিয়ে সাজানো সব
নেই কোথাও ন্যায়নীতি।

ভাঙ্গতে হলে এই পাটাতন
হতে হবে ভয়ংকর,
নৈতিকতায় গড়লে জীবন
পালিয়ে যাবে তস্কর।