সত্য বড় অপ্রিয় হয়
স্বার্থে লাগলে টান,
সত্য পথে চলতে গেলে
যেতেও পারে জান।
সত্য কথা বলবে কে ভাই
সাহস আছে কার?
সত্য কথায় জীবনটা যে
হচ্ছে রে ছারখার।
পরের ধনে পোদ্দারি তাই
সত্য কেমনে বলি,
দুর্নীতিতে পাকা আমরা
মিথ্যে নিয়েই চলি।
মোদের কাছে সত্য মিথ্যার
নেই তো কোন ফারাক,
ছলে বলে কাজ করে যাই
তবেই জোটে খোরাক।
ধনী গরীব কার ও কাছে
সত্যের নাই আজ ঠাঁই,
ঘরের মানুষ তাদের কাছে ও
সত্য নাহি পাই।
ধন সম্পদ জায়গা জমি
সবই যায় যে চলে,
সত্য কথা বলি যখন
পাগল সবাই বলে।