ছিল যারা আপন আমার
আজ হয়েছে পর,
চাওয়া পাওয়ায় মিল না হওয়ায়
ভাঙ্গলো তাসের ঘর।
জীবন চলার যাত্রা পথে
করছি কত লড়াই,
তবু আমি ছলনা কে
বড্ড বেশী ডরাই।
সরল পথে চলার আমার
ছিল অভিলাষ,
হোঁচট খেয়ে দেখছি সেটা
বোকার স্বর্গে বাস!
চারিপাশে গরল নিয়ে
সরল হতে চেয়েছি,
পদে পদে তাইতো আমি
ধোঁকা শুধু খেয়েছি!
অন্তর পুড়ে বিরহ জ্বালায়
কাছে তো কেউ রয় না,
হৃদয় জুড়ে ব্যথার পাহাড়
পরাণে আর সয় না।
****
কবিতার শেষ স্তবকটি আসরের প্রিয় কবি এম এ সালাম এর 'ব্যথার পাহাড়ে দাঁড়িয়ে' কবিতায় মন্তব্য করতে যেয়ে রচনা করেছিলাম তাই আমার এ কবিতাটি কবি এম এ সালাম কে উৎসর্গ করলাম।
( কবিতাটি স্বরবৃত্ত ছন্দে লেখা )