স্কুল জীবনে পরীক্ষায় খারাপ করলে,
বাবা ক্ষোভ প্রকাশ করে বলতেন,
অপদার্থ!
তখন তো বুঝিনি
বাবার দেয়া সেই বিশেষণ,
আমাকে সারাজীবন বয়ে বেড়াতে হবে।
ছাত্র জীবনে ডাক্তার হওয়ার ইচ্ছে ছিল
মেডিকেলে ভর্তি র সুযোগ পাইনি,
বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সেখানকার
শিক্ষক হবার স্বপ্ন দেখতাম,
সে স্বপ্নও ভেঙ্গে গেল।
পরে ব‍্যাংকার হয়ে ভেবেছি
ব‍্যাংকের এম ডি হবো,
মাঝ পথে আটকে গেলাম,
সেখান থেকে অবসর।
ব্যর্থতার গ্লানি অন্তর পোড়ায়
ভাবতে বাধ‍্য করে নিজেকে
অপদার্থ!
যৌবনে একজনকে ভালবেসেছি,
ছলনা ছাড়া সে কিছুই দেয়নি ;
বিয়ে করলাম ভালবাসলাম তবে
সব চাওয়া কি পূরণ করা যায়?
আমি ও পারিনি স্ত্রী’র পছন্দের স্বামী হতে,
অনেক কষ্ট নিয়ে সে ও বলেছে,
অপদার্থ!
জীবনের এই বিষণ্ণ বিকেলে মনে
প্রশ্ন জাগে, তবে কি সত‍্যিই আমি
অপদার্থ?