শিশুকাল কেটে যায় আদর সোহাগে,
মায়ের আচল তলে বাবার ছায়াতে ;
কৈশোরের চঞ্চলতা ক্ষণে ক্ষণে জাগে,
যৌবন তারে জড়ায় প্রেমের ছোঁয়াতে
সকলেরে ভালবাসে কি যে অনুরাগে,
নব চেতনায় জাগে মুক্তির আশাতে
জীবন এগিয়ে যায় বিপন্ন বেহাগে!
বাকী জীবন কাটে স্বার্থের সংঘাতে।

অবশেষে ধীরে বহে জীবনের ভেলা,
পৌঢ়ত্ব পেরিয়ে আসে বার্ধক্য‍ সময়,
জীবনের বাঁকে কত ছলনার খেলা।
পড়ন্ত বিকেলে জাগে হারাবার ভয় ;

মায়ার জগত ছেড়ে যেতে হবে জানি,
মৃত‍্যু এসে জীবনের দেবে ইতি টানি।