তোমার ব্যস্ত সময়ের
একটা দিন আমাকে দাও
তা ও চব্বিশ ঘণ্টা নয়
একটা বিকেল না হয় একটি রাত!
সকাল আমি চাইনা দুপুর ও না
আমি চাই পড়ন্ত বিকেলে যখন
সময় দ্রুত হারিয়ে যায়,
আমি চাই গোধূলি লগ্নে যখন
বিদায়ের আবহ দেখি অস্তরাগে ;
রাতের আঁধারে তোমাকে চাই যখন
চাঁদ তারা হরিয়ে যায়, জোনাকিও হয়ে যায় ক্লান্ত,
শোনা যায় শিশুর কান্নার মত
শেয়ালের ডাক আর কুকুরের হাহাকার।
তোমাকে কাছে পেলে
অনেক ইচ্ছে করে তোমাকে আদর করি,
ভালোবাসা দেই নিঃস্বার্থ প্রেমিকের মত।
ইচ্ছে করে তোমার বুকে হাত রাখি,
তোমার গোলাপী ঠোঁট রাঙা করে দেই
বহু প্রতীক্ষিত কামার্ত চুম্বন এঁকে।
ইচ্ছে তো করে আরও অনেক কিছু...
সে সব না হয় পরে হবে,
এখন শুধু কাছে থাকার অনুমতি দাও।