আলোয় ভরা আমার ভুবন
আঁধার কেন নামলো!
দু’চোখে মোর অশ্রু বারী
কোথা থেকে আসলো?
বাড়ি গাড়ি সুন্দরী বউ
সবই পেলাম কাছে,
তবু কিসের দুঃখ জ্বালা
মনে জেগে আছে!
সারা জীবন খেটে গেলাম
সুখে থাকবো বলে,
বিনিময়ে পেলাম না ঠাঁই
সুখের ছায়াতলে।
সবই আছে তবু কেন
আর ও অনেক চাই,
অন্তহীন এ চাওয়া মোদের
শেষ ঠিকানা নাই!
******