চাই প্রকৃতির সাথে অনন্ত সখ্যতা!
প্রাচীন গাছের মধ্যে দিয়ে ফিসফিস করে বাতাস
স্বাচ্ছন্দ্যে প্রবাহিত হয় ;
পাহাড়ের শরীর থেকে নেমে আসা জল ধারা,
আহা কি অপূর্ব! ঝর্ণা ধারা তারে কয়।
প্রকৃতির চমক কখনই থামবে না,
চলমান প্রক্রিয়া অপার বিস্ময়।
যেখানে খুঁজে পাই গাছ লতা পাতায় ঘেরা
সুন্দর সবুজ বনানী,
ধীরে বহা নদী, হালকা ঢেউয়ের দোলা ;
গাং চিল আর পানকৌড়ির খেলা।
তীর ঘেসে তার চমৎকার লোকালয়!
সে ই তো আমদের ঠিকানা।
আমরা নিজেরা বাঁচি না
দিনের আকাশ দ্বারা আমরা চলমান হই ;
আমরা নিজেরা বাঁচি না
আমরা প্রবাহিত বাতাস দ্বারা বেঁচে থাকি।
জীবিকার তাগিদে শ্রমজীবী হই,
জ্ঞানের আকাঙ্ক্ষায় বুদ্ধিজীবী হই।
বজ্রপাত হলে এবং বৃষ্টি নামলে
আমরা গ্রীষ্মের খর তাপ ভুলে
প্রশান্তির গান গাই।
তখন কোন মুক্ত পাখি আমাদের উপরে চক্কর দিতে এলে
মন খুলে বলি,
যে ছবি এঁকেছি মনে তোমায় নিয়ে,
তার সনে কথা কই সুর তাল দিয়ে ;
তুমি যেওনা আমায় ফেলে দূর কোন পরবাসে।
এসো প্রকৃতির সাথে গড়ে তুলি
অনন্ত সখ্যতা।