জ্বালাও পোড়াও বন্দ করো
আর চাইনা মরণ,
প্রতিহিংসার পথ ছেড়ে দাও
চাইনা রক্ত ক্ষরণ!
বিজয়ের এই দিনগুলিকে
করো না কলঙ্কিত,
হত্যাযজ্ঞে মানবতা
হবে যে ভূলুণ্ঠিত!
জালিম কারী লুটেরাদের
আইনি বিচার হবে,
দেশকে যারা বিকিয়েছিল
পালিয়ে কোথায় যাবে?
দেশকে যদি ভালোবাসো
দুর্নীতিটা ছাড়ো,
চাদাবাজীর হিসেব নিকাশ
এবার বন্ধ করো।
ব্যবসায়ীদের সিন্ডিকেটটা
ভেঙ্গে তোমরা দাও,
ভুমিদস্যু ব্যাংকদস্যুকে
বন্দী করে নাও।
দেশে আজ মির্জাফরদের
দিন হয়েছে শেষ,
সবাই মিলে গড়বো মোরা
সোনার বাংলাদেশ।