অন্ধ বিশ্বাস করে যাকে
মানলে তুমি গুরু,
অসৎ হবার শিক্ষা তোমার
সেখান থেকে শুরু।
অন্ধ ভক্তি করে দেবে
তোমায় বিবেকহীন,
গুরুর কথাই মানবে তুমি
হলেও যুক্তিহীন!
অন্ধ অনুকরণ তোমায়
ভুল পথে দেয় ঠেলে,
ভুলের মাশুল তুলে নেবে
আস্তাকুঁড়ে ফেলে।
অন্ধ হলে অন্তর জুড়ে
থাকে অগাধ বিশ্বাস,
সে বিশ্বাসে চিড় ধরলেই
উঠবে ওরে নাভিশ্বাস।