ব্যবসা মানে মজুতদারি না হয় চোরা কারবারী,
ভূমিদস্যুরা করছে রাজ আমরা সবাই জিম্মি আজ ;
লবণ ছাড়া স্বাদ লাগে না রান্না করা তরকারী,
ব্যবসা মানে মজুতদারি না হয় চোরা কারবারী।
আমলা পুলিশ মামলা করে ভাগ্য ওদের পায়া ভারী,
নিজের আখের গুছিয়ে নিতে মানুষ করে মন্দ কাজ ;
ব্যবসা মানে মজুতদারি না হয় চোরা কারবারী,
ভূমিদস্যুরা করছে রাজ আমরা সবাই জিম্মি আজ।