আমরা সবাই প্রকৃতির অংশ,
সবাই মূল‍্যবান!
নীল আকাশ গ্রহ নক্ষত্র
তার মাঝে একটাই পৃথিবী!
যেখানে জীব জড় উদ্ভিদ কীট পতঙ্গ,
যেখানে পাহাড় নদী ঝর্ণা ধারা,
যেখানে খাল বিল সমুদ্রের জলধারা,
সেখানে মানুষের বিচরণ!

যে তার সত্তা দ্বারা অপ্রতিরোধ‍্য,
বেঁচে থাকার আকাঙ্ক্ষা
অমর হবার সুপ্ত বাসনা,
প্রকৃতিকে নিজের মুঠোয় বন্দী করার ব‍্যর্থ প্রয়াস,
মানুষকে এনে দিয়েছে শ্রেষ্ঠত্বের আসন।

পৃথিবী মানুষের আপন আলয়,
যাকে তারা নিজের মত গড়ে নিতে চায়,
প্রযুক্তি ও মেধার সমন্বয়ে নতুন পৃথিবী গড়ার
স্বপ্নদ্রষ্টা হে মানুষ -
তুমি পশু প্রবৃত্তিকে জাগ্রত করো না,
মানবিকতার উচ্চাসনে নিজেকে বসাও
প্রেম আর স্নেহ মায়ায় জাগ্রত করো
সকল মানব সত্ত্বাকে।

আমরা মানুষ জন্ম মৃত‍্যু আমাদের চির সঙ্গী,
প্রজন্মে র পর প্রজন্ম আমরা টিকে আছি
উত্তরাধিকারী তৈরি করে ;
আমরা আমাদের মূল‍্যবান অনুভূতি
প্রবাহিত করি ভবিষ‍্যত প্রজন্মে,
ক্রমবর্ধমান জ্ঞান ও প্রজ্ঞার সমন্বয়ে
গড়ে তুলবো ভবিষ্যত কে।

ভবিষ্যৎকে মাঝে মাঝে বিশাল দেয়াল মনে হয়
আমরা সে দেয়াল ভাঙ্গব,
হতাশার স্বাদ গ্রহণ করে ব‍্যর্থতা পূরণ করবোই,
আমাদের ভবিষ‍্যত আমরা নিজেরাই গড়ে
হবো রহস‍্যময় প্রকৃতির সাথী।

আকাশ নীল এবং বাতাস অবাধে বইছে,
জলধারা বহমান নিজস্ব গতিতে,
গ্রহ নক্ষত্র একই নিয়মে দৃশ‍্যমান
অথচ আমরা কিভাবে বদলে গেছি, সমস্ত মানবজাতি?

আশা আকাঙ্ক্ষা স্বপ্ন সব বদলে গেল!
আমাদের কি পরিবর্তন হয়েছে?
আমরা আমাদের মূল্যবান অনুভূতি হারিয়েছি,
প্রকৃতির রহস‍্য জানার আকাঙ্ক্ষা,
কৃতজ্ঞতা, মানবিকতা, ভালবাসা সব হারিয়েছি
প্রকৃতির বৈরীতায়!

কেন ভুলে যাই আমরাও প্রকৃতির অংশ!
ভুলে যাই অতীত, ভাবতে চাই না ভবিষ্যত ;
কেন শুধু বর্তমান কে নিয়ে থাকতে চাই।
আমরা কি পারি না প্রকৃতির মাঝে মিশে যেতে
আপন মহিমায়!