পাছে লোকে বলে কথা ঘুরিয়ে দেয় মাথা!
পরের কথায় কান দিও না কান নেবে গো চিলে,
তোমার আমার মিলনে তার কিসের মাথা ব‍্যথা?
ভালবেসে আমার উপর আস্থা রাখো দিলে।

আমরা দু’জন মিলেমিশে রইবো আপন হয়ে,
আনবো আমরা ঘরে ঘরে স্নেহ মায়ার বাঁধন,
থাকবো না আর পিছু হটে বাজে কথার ভয়ে।
দুঃখ স্মৃতি মুছে দেব হবে প্রেমের সাধন।

প্রেম বিহনে যায় কি বাঁচা এই ভুবনে কভু,
কাছে এসে ধরা দেবে এই তো ছিল কথা,
ছলনাতে ভেঙ্গেছে মন ভালবাসি তবু!
লোকের কথায় ভুল বুঝিলে পাই যে মনে ব‍্যথা।

রোগে শোকে আমরা দু’জন রইবো কাছাকাছি,
পাছে লোকে যে যাই বলুক আমরা ভাল আছি।



স্বরবৃত্ত ছন্দে চতুর্দশপদী কবিতা
মাত্রা-৪৪৪২