ঝড়ের পূর্বাভাস আগেই ছিল,
দুই নম্বর সতর্ক সংকেত ও ছিল ;
পাত্তা দেই নি আমরা দু’জন,
হাতে হাত রেখে বেড়িয়ে পড়লাম
এক সাথে বাঁচবো বলে।
অনেকটা পথ হেটেছিলাম একসাথে,
মান অভিমান হাসি কান্নার পথ মাড়িয়ে
উদ্দাম উচ্ছল সমুদ্র তীরে এসে দাড়ালাম।
যে দিকে তাকাই নীলের খেলা,
আদিগন্ত শুধু নীল আর নীল!
উর্ধাকাশে পাল্লা দিয়ে ছুটছে মেঘের ভেলা,
ভয় শঙ্কা মনের ভিতর বাঁধছে দানা।
শুরু হলো ঝড়, সীমাহীন উদ্দামতায়
বিশাল বিশাল ঢেউ এসে আছড়ে পড়লো
সমুদ্রতটে, আমরা দিশাহীন!
এলো জলোচ্ছ্বাস! হাত ছেড়ে দিলে তুমি,
ভেসে গেলাম দু’জন দু’দিকে ;
জানিনা কোথায় তুমি, আমি তো সেই থেকে
ডুবছি, শুধু ডুবছি আর ডুবছি!
বাঁচাও আমায় আমি তো বাঁচতে চাই!