আমি বার বার বলেছি তুমি যেও না,
তুমি কথা শুনোনি রাখোনি আমার আবদার!
তুমি কান্না থামাতে বলেছো আমি শুনিনি,
বিরহ ব‍্যথায় আমি কেঁদেছি বার বার।
আমি কতবার চেয়েছি তোমার হাত দু’টি ধরতে,
ফিরিয়ে দিতে পারতে কি যদি ভালবাসতে?
বেদনার অবগুণ্ঠন সরে গেলে যন্ত্রণা রা ফিরে আসে,
নির্বিকার তুমি মমতার বন্ধন টুট্ তে ;
তোমাকে বুঝতে পারিনি আজও!
গভীর দুঃখ পাওয়ার ক্ষণে তুমি নিয়ন্তা সা জো,
দগদগে কাটা ঘা য়ে মলম লাগিয়ে দাও,
প্রেম নয়, ভালবাসা নয়, বল তো কি চাও?
অনেক নক্ষত্রের ভিড়ে তুমি নিজেকে লুকাও!
আমায় দুঃখ দিয়ে বল তো কি পাও?