আমার দেশ এই বাংলাদেশ,
রূপেতে সে এক শ্রেষ্ঠ দেশ ;
ফুলে ফলে সুশোভিত,
শ্যামল শোভা অবারিত!
ধান শালিকের দেশ আমার,
চোখ জুড়ানো প্রকৃতি তার ;
নদী বিলে জলধারা,
বন পাহাড়ে ঝর্ণাধারা!
মাঠে মাঠে ফসল ফলে,
কত মাছ এর জলের তলে ;
গাছে গাছে ফলের বাহার,
তুলনা নেই স্বাদে তাহার।
কত পাখির কিচির মিচির,
দেশটা মোদের রীতি নীতির;
আলো ছায়ায় ঘেরা যে দেশ,
স্নিগ্ধ সতেজ এই বাংলাদেশ।