আল্লাহ্ তুমি মালিক সবার
তোমার নেই যে তুলনা,
শেষ নবীর উম্মত আমি
আমায় ভুলে যেও না।
তোমার প্রতি ঈমান এনে
হয়েছি মুসলমান,
নামাজ পড়ি রোজা রাখি
চাই যে পরিত্রাণ।
অর্থ পেলে যাকাত দেব
হজ্জ করবো আমি,
তোমারই ঘর করবো তওয়াফ
তওফিক দাও তুমি।
তোমার দয়ায় মানুষ হয়ে
জন্মেছি এই ধরায়,
এমন জ্ঞান দাও আল্লাহ যেন
চিনতে পারি তোমায়।