জরাজীর্ণ ধ্যান ধারণা
ভুলতে হবে আজ,
অকাল পক্ব ছেলে মেয়ে
কাঁপিয়ে দিলো রাজ!
এতদিন যে নেট দুনিয়ায়
করতো লুটোপুটি,
সেই ছেলেটাই ত্রাণ নিয়ে আজ
করছে ছোটাছুটি।
এত বছর পারিনি যা
আমরা আদু ভাই,
তারুণ্য আজ জানান দিলো
পারি তো আমরা ই!
বুক পেতে দেয় রক্ত ঝরায়
আমরা কি তা পারি?
সাম্য মৈত্রী আনবে ওরা
একটু ধৈর্য্য ধরি।
এই তো হলো যৌবন রে ভাই
উদ্দাম গতি ধারা,
নব চেতনার কেতন উড়ায়
প্রেমে আত্মহারা।