আমার দেশের গণতন্ত্র
এ যেন এক যাদু মন্ত্র,
জিম্মি দেশের জনগণ
ভোটার বিহীন নির্বাচন!

গণতন্ত্র থাক বা না থাক
চাইছে সবাই ক্ষমতা ,
তারই জোরে অহংকারে
ভুলে থকে মমতা ।

ছাত্রদের এক আন্দোলনে
বেসামাল হয় সরকার,
হিতাহিত জ্ঞান হারিয়ে সে
গুলি চালায় বেশুমার।

শত শত মরলো মানুষ
তবু হয় না তার হুশ,
ক্ষমতার লোভ এতই প্রবল
মারে গুলি ঠাস ঠুস!

দুটি গুলি লাগলো এসে
আহাদ রিয়ার বুকে,
শিশু ওরা কচি কাচা
কাঁদছে মা য়ে শোকে।

তাও খুনীদের আশ মেটে না
চালায় গুলি নির্বিচার,
ছাত্র জনতার আন্দোলনে
গদি হলো ছারখার!


( জুলাই ২০২৪ এর গণঅভ‍্যুত্থানের বিজয়ের দিন ৫/০৮/২০২৪ এর রাতে লেখা )