হে সুন্দর, শ্বেত শুভ্র অগ্নিশিখা,
মৃত্তিকার ফুল থেকে বেড়ে ওঠা
প্রতিবাদী নারী!
পুরুষের গলগ্রহ হয়ে আর নয়,
নিজ কর্ম জ্ঞানে দক্ষতার নিরিখে
নিজেকে এবার প্রমাণ করো;
জানিয়ে দাও তুমিই সেই নারী,
যার চোখে বুকে প্রত‍্যয় আলোকিত জীবন গড়ার।
হে নারী, তুমি জেগে ওঠো মুক্ত বিহঙ্গসম,
শিকারী র চোখ উপরে দিতে জেগে ওঠো
জ্ঞানের মশাল জ্বেলে।
আজ নারী হবে ঝড়ো হাওয়া, বিক্ষুব্ধ ঝঞ্ঝা ;
আকাশের চাঁদ নয় হবে মৃত্তিকার পুষ্প,
সৌরভে গৌরবে ঠাঁই করে নেবে
পৌরুষ কাননে!