রবির কিরণ লাগলো বুকে
হৃদয় ছন্দে দোলে,
হাসি গানে ভরা এ ম
সুরের মোহে ভোলে!
কবিতা গান উপন্যাসে
সেরার আসন যার,
পঁচিশে বৈশাখে কই
জন্ম দিন আজ তার।
বিশ্বকবি রবীন্দ্রনাথ
কবিগুরুও বটে,
তার লেখাতে হৃদয়েতে
প্রেমের নহর ছোটে!
তার লেখা সব কবিতা গান
করছে চিত্ত হরণ,
যুগে যুগে বাঙালিরা
করবে তারে স্মরণ।
২৫শে বৈশাখ, ১৪৩১