এক দেশে ছিল এক অহংকারী রাণী,
যা খুশী তাই করতো সে বড় পাষাণী ;
শুনো তবে গল্প তার তোমরা সবাই,
প্রতিহিংসা বুকে তার জাগিছে সদাই।

বাবা ছিল মহারাজা নিজে তার ছায়া,
ক্ষমতায় এসে ভুলে মানবতা মায়া ;
মন্ত্রী সান্ত্রী সবে তার হাতের পুতুল,
তার কাছে প্রজাগন দাস সমতুল!

যখন তখন ধরে প্রজা জ্ঞানী গুনি,
গুন গান না করলে শাস্তি দেন তিনি ;
নিষ্ঠুর নির্মম ছিল তার প্রতিশোধ,
হঠাৎ প্রজারা জাগে গড়ে প্রতিরোধ!

পালিয়ে বাঁচেন রাণী যায় রাজ‍্য ছাড়ি,
দম্ভ তার চূর্ণ হলো থামে বাড়াবাড়ি।